ভূমিকা
আর্থিকভাবে জীবনকে সুরক্ষিত করার সাথে ভাবনাহীন ও লাভজনক বিনিয়োগের সুযোগ শুধুমাত্র জীবন বীমাতেই। গার্ডিয়ান লাইফের যেকোনো পলিসিতে বিনিয়োগ করলেই বীমা সুবিধাসহ পাওয়া যাবে আয়করে সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়। আর সেই সাথে আর্থিক নিরাপত্তাও থাকবে অটুট। আগামী ৩০শে জুনের মধ্যে বিনিয়োগ করে ফেলুন গার্ডিয়ান লাইফের যেকোনো পলিসিতে আর উপভোগ করুন একাধিক সুবিধা।
*যোগ্য করদাতা হিসেবে বিবেচ্য হওয়ার জন্য ন্যূনতম ৫০০০ টাকা আয়কর প্রদান বাধ্যতামূলক
- ৩০ জুনের পূর্বে কর রেয়াত পেতে, গার্ডিয়ান লাইফ পলিসির অনুমোদনযোগ্য পরিমাণ অর্থের সমপরিমাণ অথবা এর অধিক অর্থ বিনিয়োগ করুন
*তামাদি পলিসি নতুন করে চালু করলে তার প্রিমিয়াম এর উপর কর রেয়াত প্রযোজ্য।
*যেকোনো একক বীমায় থাকছে সর্বোচ্চ কর রেয়াত, হোক তা জীবন বীমা বা স্বাস্থ্য বীমা।
(আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর [৪৪(৪)(ব)] ধারা অনুযায়ী) নির্দিষ্ট কয়েকটি খাতে করদাতার বিনিয়োগ/চাঁদা থাকলে করদাতা বিনিয়োগজনিত কর রেয়াত পান। মোট আয়ের উপর আরোপযোগ্য আয়করের অংক থেকে কর রেয়াতের অংক বাদ দিলে প্রদেয় করের পরিমাণ পাওয়া যায়।
ক ) করদাতার মোট আয়
খ ) রেয়াতের জন্য অনুমোদনযোগ্য অংক ।