২৪/৭ কাস্টমার সার্ভিস:
ডায়াল ১৬৬২২
সামাজিক নেটওয়ার্কগুলি:
গার্ডিয়ান সঞ্চয় একটি সঞ্চয়ী এবং নিরাপত্তামুলক পরিকল্প যার আওতায় বীমাগ্রহীতা ক্ষুদ্র ক্ষুদ্র মাসিক প্রিমিয়াম প্রদানের মাধ্যমে তার ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারেন। এ বীমায় পলিসির মেয়াদপূর্তীতে সম্পুর্ণ বীমা অংক অর্জিত বোনাস/লাভ সহ বীমাগ্রহীতাকে প্রদান করা হয়। এছাড়াও মেয়াদপূর্তীর আগে পলিসি চালু অবস্থায় যদি বীমাগ্রহীতার মৃত্যু ঘটে তাহলে তার মনোনীত ব্যাক্তিকে সম্পূর্ণ মূল বীমা অংক অর্জিত লাভ/মুনাফাসহ প্রদান করা হয়। এই পরিকল্পটি ২ (দুই) টি শ্রেণীকরণ করা হয়েছে:
বীমা পরিকল্পের মেয়াদ: ০৫ – ৫২ বছর
ন্যূনতম মাসিক কিস্তি: ১,০০০ টাকা
বীমাগ্রহীতার বয়স: ১৮ – ৬৫ বছর
প্রিমিয়াম প্রদান পদ্ধতি: মাসিক
সহযোগী বীমাসমূহ: এই পরিকল্পের সাথে নিম্নলিখিত এক বা একাধিক সহযোগী বীমা নেয়া যেতে পারে:
বীমাগ্রহীতার যোগ্যতা:
পরিকল্পের সুবিধাসমূহ:
১. বীমা পলিসির মেয়াদপূর্তিতে বীমাগ্রহীতাকে সম্পূর্ণ বীমা অংক অর্জিত লাভ/মুনাফাসহ প্রদান করা হবে।
২. বীমা পলিসির মেয়াদপূর্তির পূর্বে পলিসি চালু অবস্থায় যদি বীমাগ্রহীতার মৃত্যু ঘটে তাহলে তার মনোনীত নমিনীকে সম্পূর্ণ বীমা অংক অর্জিত লাভ/মুনাফাসহ প্রদান করা হবে।
৩. বীমা পলিসির মেয়াদপূর্তির পূর্বে পলিসি চালু অবস্থায় যদি দুর্ঘটনাজনিত কারণে বীমাগ্রহীতার মৃত্যু ঘটে তাহলে বীমাগ্রহীতার মনোনীত ব্যাক্তিকে মূল বীমা অংকের দ্বিগুণ অর্থ অর্জিত লাভ/মুনাফাসহ প্রদান করা হবে (শুধুমাত্র গার্ডিয়ান সঞ্চয় গোল্ড পরিকল্পের জন্য প্রযোজ্য)