বেশির ভাগ জীবন বীমা পরিকল্পে বীমার মেয়াদ পূর্ণ হলে বীমাগ্রহীতাকে বীমা অংক পরিশোধ করা হয়। কিন্তু মানুষের অনিশ্চিত জীবনে অর্থের প্রয়োজন যে কোন সময় হতে পারে, যেমন সন্তানের শিক্ষা, বিবাহ, বিনিয়োগ বা সঞ্চয়ের জন্য যে কোন সময়ে মানুষের অর্থের প্রয়োজন হয়। গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড গ্রাহকের এরূপ চাহিদা বিবেচনা করে ৪ (চার) কিস্তি মেয়াদী বীমা চালু করেছে যাতে বীমার টাকা বীমা মেয়াদের বিভিন্ন পর্যায়ে গ্রাহককে প্রদান করা হয়। অর্থাৎ বীমার অংক বীমা মেয়াদ শেষে এক বারে না দিয়ে বীমা মেয়াদের ৪ টি পর্যায়ে নির্দিষ্ট হারে প্রদান করা হয় যাতে বীমাগ্রহীতা তা দিয়ে জরুরী অর্থের প্রয়োজন মেটাতে পারেন। এখানে উল্লেখ্য যে, ৪র্থ বা শেষ কিস্তির সাথে লাভ বা মুনাফাও প্রদান করা হয়।
বীমা পরিকল্পনার মেয়াদ: ১২, ১৬, ২০ অথবা ২৪ বছর
বীমা অংক: যেকোন বীমা অংক, ন্যূনতম ১,০০,০০০ টাকা
বীমাগ্রহীতার বয়স: ২০ থেকে ৫৩ বছর
প্রিমিয়াম প্রদান পদ্ধতি: বার্ষিক, ষাণ্মাসিক, ত্রৈমাসিক অথবা মাসিক
এই পরিকল্পের সাথে নিম্নলিখিত এক বা একাধিক সহযোগী বীমা নেয়া যেতে পারে -
বীমাগ্রহীতার যোগ্যতা:
পরিকল্পের সুবিধাসমূহ:
১. বীমা পলিসির মেয়াদপূর্তির পূর্বে ও মেয়াদপূর্তিতে পরিকল্প চালু থাকা সাপেক্ষে চার কিস্তিতে মূল বীমা অংক অর্জিত লাভ/মুনাফাসহ প্রদান করা হয়, অর্থাৎ
ক) প্রথম কিস্তি - পলিসির এক চতুর্থাংশ মেয়াদপূর্তীতে বীমা অংকের ২০%
খ) দ্বিতীয় কিস্তি – পলিসির দুই চতুর্থাংশ মেয়াদপূর্তীতে বীমা অংকের ২০%
গ) তৃতীয় কিস্তি – পলিসির তিন চতুর্থাংশ মেয়াদপূর্তীতে বীমা অংকের ২০%
ঘ) চতুর্থ কিস্তি - পলিসির মেয়াদান্তে বীমা অংকের বাকী ৪০% ও অর্জিত লাভ/মুনাফাসহ প্রদান করা হয়।
২. প্রথম, দ্বিতীয় ও তৃতীয় কিস্তি প্রদানের পরও পরিকল্প চালু থাকা সাপেক্ষে মেয়াদপুর্তির পূর্বে বীমাগ্রহীতার মৃত্যুতে তার মনোনীত ব্যাক্তিকে সম্পূর্ণ বীমা অংক অর্জিত লাভ/মুনাফাসহ প্রদান করা হয়।
৩. বীমা পলিসির মেয়াদপূর্তিতে মূল বীমা অংকের বাকী ৪০% অর্জিত লাভ/মুনাফাসহ বীমাগ্রহীতাকে প্রদান করা হয়।
৪. বীমা পলিসির মেয়াদপূর্তির পূর্বে পলিসি চালু অবস্থায় যদি বীমাগ্রহীতার মৃত্যু ঘটে তাহলে তার মনোনীত ব্যাক্তিকে সম্পূর্ণ মুলবীমা অংক অর্জিত লাভ/মুনাফাসহ প্রদান করা হয়।
৫. পেইড আপ অপশন - কমপক্ষে ২ (দুই) বছরের প্রিমিয়াম প্রদানের পর বীমাগ্রহীতা যদি কোন কারনে পলিসি চালু রাখতে অক্ষম হন, তাহলে পলিসিটি পেইড আপ বা হ্রাসকৃত মূল্যে পরিশোধিত বীমায় রূপান্তরিত হবে।
৬. সমর্পণ মুল্য ও ঋণ সুবিধা - কমপক্ষে ২ (দুই) বছরের প্রিমিয়াম প্রদানের পর পলিসি সমর্পণ মুল্য অর্জন করবে। সমর্পণ মুল্য অর্জন করার পর বীমাগ্রহীতা সমর্পণ মুল্যর সর্বোচ্চ ৯০% পর্যন্ত ঋণ গ্রহন করতে পারেন।
৭. আয়কর রেয়াত সুবিধা - প্রতি বছর প্রদত্ত প্রিমিয়ামের উপর প্রযোজ্য হারে কর রেয়াতের সুবিধা পাওয়া যাবে।